Monday, 18 July 2022

জন্মদিন সংখ্য়া ~ শ্রাবণী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  শ্রাবণী


জল

সাওয়ারের নীচে ধুয়ে যায় অজস্র কান্না 
গুড়ো গুড়ো লবনাক্ত শোক  

অথচ 
তুমি বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু গড়ার কথা বলো

তুমি কি জানো না
জল কেবলই যন্ত্রণার কথা বলে.....




নদীবৃত্তান্ত

কথাটা ধুলোর উপর লুটিয়ে দিলেও পারতাম
কিন্তু 
আজন্ম নদী হতে চেয়েছে যে মেয়ে
সে কী করে আঁজলা ভরে দুঃখ ছড়িয়ে দেয় 
বলো?

তুমি অভিমানের কথা বলবে, আর
আমি বুকের ভেতর মন্থকূপ আঁকব না!

তার চেয়ে তুমি আনন্দের কথা বলো, 

জানো না
অভিমান মানুষকে বড় অন্ধ করে দেয়!




সিরিয়ার প্রেম

অতঃপর
আর নেই প্রেম,
জিজীবিষা যাও ছিল, 
তাও ধুলোর গহ্বরে গেল মিশে,
জিয়ন্ত ছিলাম আমি, জোঁকের মতন প্রেমিকার ঠোঁট থেকে শুষে নেওয়া প্রেম ছিল যতদিন আঠালো অধরে।

কোন জিয়নকাঠির আঁচড়েও আর প্রেম ফিরবে না জানি,
আমারও জিয়ারত হবে না প্রেমিকার চোখের তারায়,
ধ্বংসস্তূপে আমি কুড়িয়ে ফিরব হারানো ঘরের স্তম্ভ,
তোমরা দূর থেকে দেখে নেবে সব।

একে তোমরা জেহাদ বলো?
আমি বলি ঘেন্না,
একে তোমরা আনন্দ বলো?
আমি বলি কান্না,

তোমরা কারা, যারা প্রতিটা মুহূর্তে প্রিয়তমর বুক থেকে ছিনিয়ে নিচ্ছ প্রেয়সীর নিষ্কলুষ দেহ?
তোমরা কারা, যারা প্রেমের বদলে প্রেম পাওয়ার অধিকার কেড়ে নিচ্ছ বেয়নেটের জোরে?

অতঃপর
শেষ হবে সব,
আমারও নগ্ন দেহ পড়ে থাকবে তোমার রাইফেলের তলায়,
বারুদে বারুদে মিশে যাবে আঠালো সেই ঠোঁট,
যে ঠোঁটে প্রতি রাতে চুমু আঁকত আমার শেষ প্রিয়তমা...




যে চিঠিরা কথা বলে

প্রিয় চিঠি, 
তোমাকে খুলে বসলেই হারানো প্রেম আমার ঠোঁটে এসে কথা বলে,
আমার কল্পনায় প্রিয়ার সে অনাবিষ্কৃত শরীর,
নির্ভার দেহভার, কোমল অথচ দৃঢ় কপোতির মতো বুকেদের কম্পন
আমি আজও খুঁজে ফিরি সাদাকালো অক্ষরে
কেউ জানে না কত রাত স্বপ্ন দেখিনি আমি
বাস্তবের নির্মম আবহে আমার স্বপ্নেরা সুর তোলা ভুলে গেছে, 
প্রিয় চিঠি 
আমার দেরাজে তুমি তুলে রাখা আঘ্রাণ
দমবন্ধ রাতের বাধ্যকতামূলক রতিক্রিয়ায় তোমারইতো সৌরভ আমায় জিতে যাওয়া শেখায়
তুমি নিশ্চয় ভুলে যাওনি প্রিয়ার অনুরোধ,
"এক রাত্রির অমাবস্যার পর যখন একফালি চাঁদ উঠবে, তুমি সে আলোকেই জড়িয়ে নিও প্রিয়"
প্রিয় চিঠি, 
চিন্তা কোরো না, আমি জানি একদিন না একদিন
আমার নিভৃতে, আমার আমিতে ঠিক মিশে যাবে প্রিয়ার সে প্রেমের অক্ষর
তুমিও তো সেদিনই ছাই হবে যেদিন আমিও নগ্ন পুড়ব উষ্ণ পোড়া কাঠে।



অলংকরণ- শ্রী মহাদেব

3 comments:

  1. প্রতিটি কবিতা ভীষণ সুন্দর । শুভ জন্মদিনে শুভেচ্ছা

    ReplyDelete
  2. জন্মদিন না এলে মন মাতানো কবিতা গুলো না পড়া থেকে যেতো।শুভ জন্মদিন। শুভেচ্ছা লেখিকাকে।🎂🍫

    ReplyDelete
  3. দারুন লিখেছেন শ্রাবনী, প্রতিটি কবিতাই অনন্য

    ReplyDelete