দিৎসার ভেতর
রবিপ্রেম দৃঢ় হলে
কর্ণ জন্ম লয়
বঞ্চনার ভেতর
দিৎসার ভেতর
রেখে যায় মলাট নাম
কাল কালে মানুষ
ইন্দ্রের প্রেমে পড়ে
উল্কিতে লেখে
অর্জুনের নাম
নোনাজল নিয়ে কর্ণ
কবচকুণ্ডল মাঠ ছেড়ে দেয়
নীলজলে অর্জুন
কুরুক্ষেত্রে জয়ী হয়
আর্জুনিক খর্বতার
এ বয়নসভ্যতায়
তসর জন্ম লয়
তার ঝালর থেকে ঝরে
প্রবীর হত্যা নীলধ্বজ তোষণ
জনার প্রতিবাদ নদী
কার্যকারণ তত্ত্বে বিশ্বাসী এ পৃথিবী
হে মহাকাল কর্মের বিনিময়ে
ফল আশা করা কী খুব ভুল ?
No comments:
Post a Comment