Tuesday, 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় সুজিত রেজ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় সুজিত রেজ


বাস্তু

(এক)

আমারই বাহুমূলে আমি খনন করেছি ট্যাটু
জানি একদিন নিশ্চিত জানি
                            মুছে দেবে জলীয় বাষ্প

গানের কোনও বাস্তু হয় না
বালির যেমন মঞ্চ
তবুও, ট্যাটু-গান-বালিখাদানের অন্বেষণে
                           আমি বেদুইন প্রমোটার

আমার ভিতরে দিনরাত ছোবল মেরেই চলে
                                       আমারই অলটার


(দুই)

কোনও সম্পর্কই বাস্তু নয়
কোনও গন্তব্যে পৌঁছনোর লক্ষ্য অনভ্যাস
শুধু আরও বৃষ্টি আরও বৃষ্টির পূর্বাভাস

নিজেকে পরিবর্তন করতে পারিনি
হসন্ত-হলন্তে, উত্তীর্ণ পঞ্চাশ 
খরাজীর্ণ-জরাদীর্ণ মলমাস

হরিস্মরণে খুঁজিনি আপোষের অর্থ 
পা-পোশে বসিনি
চির বিবমিষা বিকিকিনি

স্তাবক-পাপড়ি হয়ে স্তবক গুচ্ছ জুড়ে 
মৌতাত মালিনী গুঞ্জরণ
না তুলেও বেঁচে আছি, বাঁচাই জীবন


No comments:

Post a Comment