Friday, 15 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় রঞ্জনা বসু

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় রঞ্জনা বসু

অমোঘ টানে


একাকিত্বকে টুকরো করে ছড়িয়ে দিয়েছি জলে-স্থলে
অহংকারকে বলেছি বাইরে থাকো,
অন্তহীন আকাশ ছাড়া আমার কাছে আর কিছু নেই
আমি জানি, সে আমাকে সঙ্গ দেবেই।

দেখি এখনও বিচ্ছিন্ন হয়নি খোলা হাওয়া
আশ্চর্যভাবে ভেসে থাকি, নতজানু থাকি চিরটাকাল
নিঃশব্দে হেমন্তের সন্ধ্যা নেমে আসে
মিলেমিশে একাকার বুকের প্রান্তরে।

সমস্ত দাগ মুছে ফেলে নেমে আসে বিহঙ্গের আকাশ
আলোড়িত শব্দেরা মাঠে ঘাটে লতা ঘাসে
অজস্র কবিতা বিলায় আপন খেয়ালে
ফুটে ওঠে সেই ছবি আকাশ সীমায়।

সেই সীমাহীন অনন্তের কাছে আজও আমি পৌঁছুতে পারিনি---



No comments:

Post a Comment