দিগ্বিজয়ী
নিজেকে নৈঃশব্দের কাছে রাখি
তবুও প্রপাত আসে উন্মাদ শিখরে
তবুও প্রলাপ বয়ে যায় জনান্তিকে
হিংস্র সাম্রাজ্য জুড়ে নিঃস্ব জাগরণ
কোথাও ঘুমের দরোজা নেই
তবু সারারাত নিঃসঙ্গ যাতায়াত করে
বয়স কেঁপে যায় , কোন্ অজাগর
জ্বেলে রাখে দুর্ভর সান্ধ্যজীবন ?
চিনি নাকো তাকে
অথচ দুর্যোগ আসে
অদ্ভুত বিশ্বাসের সিঁড়ি দিয়ে
উপলব্ধির ঈশ্বর নামেন
অশ্রু মুছে নির্বিবাদে
দিগ্বিজয়ী বলে নিজেকে ঘোষণা করি
আর বাগানে ফোটাই যত অলীক কুসুম
No comments:
Post a Comment