মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৮-তম প্রয়াস
তার কথা সোনালী মন্ডল আইচ
চাঁদকে মামা বলে
গ্রহের দোষকে বলে ভড়ং
আমার ব্যক্তিগত সরাইখানায়
স্কেচ পেনের কালিতে ঝুলছে
তার সাজানো ভালোবাসার অক্ষর
যখন সে লাঙল চালায়
পেছনে নীল-কালো রঙের পাখিরা
লাফাতে লাফাতে পোকা খায়
তার জোয়ান লম্বা পায়ে-পায়ে পাল্লা দিয়ে
কোমরের থলে থেকে বিরাট মুঠোয়
উদার দরাজ ভঙ্গিতে বীজ ছড়ায়
অর্ধচক্রাকারে তারপর নরম চোখে
কেবল চেয়ে থাকে পিতার মতো...
No comments:
Post a Comment