Friday 31 January 2020

অর্পিতা ঘোষ

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩১-তম প্রয়াস












নক্ষত্রযোজন দূরে    অর্পিতা ঘোষ
           
নাভিমূল থেকে শিরশিরানি ভয়ের স্রোতটা
ক্রমশ বুকের কাছে এসে ধাক্কা দেয়...
টলোমলো করে তাতে ধমনীগুলো
হৃৎস্পন্দন বুঝিবা স্থবির হতে চায়।

আকাশভরা স্বপ্নগুলো খায় খাবি
চলে যায় তারা ক্রমশ দূর থেকে দূরে...
হিম হিম সমুদ্রে যাচ্ছে  তলিয়ে
অনন্ত পথের ডাকে,কাঁদছে করুন সুরে !
চুরমার হয়ে যায় মেঘেদের ঘর...
ক্ষতচিহ্ন নিয়ে শরীরে পরজীবি বাস করে,
ঝন্ত্রনা উপশমের জন্য চায় একটু ওষুধ...
সেতো পরবাসী হয়ে করে বাস নক্ষত্রযোজন দূরে ।

No comments:

Post a Comment