মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৪-তম প্রয়াস
উন্নয়ন অনামিকা নন্দী
উনুন জ্বলেনি ! নাই জ্বলুক
পেট জ্বলছে দিবারাতি
উন্নয়নের ছায়ার নিচে
নিভছে জীবন বাতি
দেশটা জুড়ে খেলা, আজব কান্ডকারখানা
উন্নয়নের ধ্বজা ওড়ায়
আহ্লাদে হয় আটখানা
নিজের বড়াই নিজে করে
রঙ্গ কত দেখব আর
সরষে-- মাঝে ভূতের নাচন
পরলে ধরা পগার পার
মিথ্যেকথা বলে সবাই ,কাজের বেলা আঙুল চোষ
তোয়াজ যদি করতে পারিস
খুন জখমেও নেইতো দোষ
গলায় বস্ত্র , হাতটি জোর
ভেলকি নাচন দেখবি আয়
গদির লোভে মাইক হাঁকিয়ে
উন্নয়নের ঢাক পেটায়
মূর্খ মানুষ ছাপ্পা দেয় ,গণতান্রিক অধিকার
হাতের কালি মুখে মেখে
নিত্য এরা হয় শিকার
উন্নয়নের সস্তা বুলি , মনুষ্যত্বের চিহ্ন নাই
হাজার হাজার মরছে মানুষ
জ্বলছে চিতা উড়ছে ছাই
উন্নয়ন অনামিকা নন্দী
উনুন জ্বলেনি ! নাই জ্বলুক
পেট জ্বলছে দিবারাতি
উন্নয়নের ছায়ার নিচে
নিভছে জীবন বাতি
দেশটা জুড়ে খেলা, আজব কান্ডকারখানা
উন্নয়নের ধ্বজা ওড়ায়
আহ্লাদে হয় আটখানা
নিজের বড়াই নিজে করে
রঙ্গ কত দেখব আর
সরষে-- মাঝে ভূতের নাচন
পরলে ধরা পগার পার
মিথ্যেকথা বলে সবাই ,কাজের বেলা আঙুল চোষ
তোয়াজ যদি করতে পারিস
খুন জখমেও নেইতো দোষ
গলায় বস্ত্র , হাতটি জোর
ভেলকি নাচন দেখবি আয়
গদির লোভে মাইক হাঁকিয়ে
উন্নয়নের ঢাক পেটায়
মূর্খ মানুষ ছাপ্পা দেয় ,গণতান্রিক অধিকার
হাতের কালি মুখে মেখে
নিত্য এরা হয় শিকার
উন্নয়নের সস্তা বুলি , মনুষ্যত্বের চিহ্ন নাই
হাজার হাজার মরছে মানুষ
জ্বলছে চিতা উড়ছে ছাই
No comments:
Post a Comment