মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২২-তম প্রয়াস
দ্যা অ্যাগনস্টিক ৯-- শৃঙ্গার মায়িশা তাসনিম ইসলাম
দ্যা অ্যাগনস্টিক ৯-- শৃঙ্গার মায়িশা তাসনিম ইসলাম
হিস হিস শব্দে কে বাঁচাতে আসে
চায়ের কাপ
উপুড় করে রাখা
শয়তান টুপ করে পড়বে
আর বিশ্বাসটাও
বাতাসের ঢোলে স্থির
শয়তান টুপ করে গিললো
গরম চায়ে ফুঁ
শৃঙ্গারের বেইমানি
বলতে চাচ্ছি ন্যায়ের দিনে
যথেষ্ট পাপ হয়নি
পোড়েনি কাদামাটির রুপালী কলস
যথেষ্ট পাপ হয়নি
বামকাধে চেয়ে আছে হয়রানি
রক্তে পুঁজে গহন বাজুক
কতোটা দুঃসাহসিক দারোয়ান
গান গাচ্ছে লোভে
সুরের দুধ নীলকণ্ঠ জন্মে
কতটা পাপ, যতটা যথেষ্ট নয়
কতটা ঈশ্বর দেখাও
যতটা আমি ঘুষ দিতে পারিনি
সবই শৃঙ্গারের বেইমানি...
হিস হিস করে বাঁচাতে আসে
হিস হিস শব্দে বুলাতে আসে
No comments:
Post a Comment