Friday, 17 January 2020

শম্পা মনিমা

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১৭-তম প্রয়াস












একটি প্রজাপতি     শম্পা মনিমা

সাহসী এক প্রজাপতি
আঁধারে এলো একা,
আলোয় ঘেরা হাজার রঙে
পাখনা মেলে কাঁপন তুলে বসে।

আপন করার প্রতীক হয়ে
হঠাৎ করে এলে,
রূপান্তর ঘটিয়ে তুমি
চিরতরে আপন করে দিলে।

জীর্ণ র্ছেঁড়া দেওয়াল জুড়ে
কাঁপন তুলে খেলে-
হঠাৎ চেনা পাখার রেণু ঝরিয়ে
দিয়ে যায় সে উড়ে।

ফুলতোলা ঐ দেওয়ালতে
পাখনা মেলে গেলে
এমন করে ভালোবাসা
পাশের দেওয়ালে বসে!

আমি শুধু চেয়ে দেখি
কালো রঙের একটানা পৃথিবী-
ভালোবাসায় দেওয়াল জুড়ে
মেলছে পাখনা সেই প্রজাপতি।

No comments:

Post a Comment