Thursday, 23 January 2020

মধুমিতা মৈত্র লাহিড়ী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৩-তম প্রয়াস














দেবীর প্রতিশ্রুতি        মধুমিতা মৈত্র লাহিড়ী

চুপ করে যখন ঠাকুর ঘরের কোনে দাঁড়াতাম
   পুষ্পাঞ্জলি দেবো বলে,
কি জানি এক ফোঁটা মন থাকতো না-
জোর করে ভক্তি আনতাম,
তথাপি চোখ চলে যেত প্রসাদের থালায়
মা যেগুলো গত দুদিন ধরে আয়োজন করেছে।
কখনো বা অঙ্ক বই দিলাম কিনা,
না হলে  নিশ্চিত ফেল এবারে।
তারই ফাঁকে বাবু দা আর মামনি দির চোখের ইসারা দেখতাম,
কিন্ত কিছুই বুঝতাম না।
তবে চিঠি আদান প্রদানে কোন হেলা করিনি
সত্যি বলছি।
বাংলা ইতিহাস ভূগোল এমন কি ড্রইং বুকটাও
দেবীর কাছে জমা রাখতাম,
এভাবেই কেটে যেত দুটো দিন।
অন্তিম বিদায় বেলায় হাঁসের গলায় জিলিপির হার,
বড় সাবধানে পাহারা দিয়ে নিয়ে যেতাম,
বিদ্যাবতী এই ভারটি আমাকেই দিতেন।
ঢাঁকের বাজনা সহকারে যাওয়ার সময় সব কিছুর আড়ালে,
দেবী সরস্বতী মা আমায় এক খানি মুচকি হাসি
উপহার দিতেন,
সেটা আমিই বুঝতাম-
এবার অঙ্কে কেউ আটকাবেনা।

1 comment:

  1. কবিতা পড়ে খুব ভালো লাগলো।

    ReplyDelete