Wednesday 8 January 2020

হরিৎ বন্দোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৮-ম - তম প্রয়াস








পাখি রঙের আকাশ ----- ৯            হরিৎ বন্দোপাধ্যায় 

কতদিন খামে ভরে আসে নি মেঘ। হারিয়ে যাওয়া বৃষ্টি কতকাল বাড়িকে অস্থির করে তোলে নি। এখন নিশ্চুপ রোদে শুকোয় বড়ির চাদর। কালো পাথরের থালায় আচার। একটা দুটো চড়ুই ওড়ে এখানে ওখানে। পিঁড়ের সামনে ভাতের থালা। সাইকেলের বেল বাজে। সদর দরজায় এসে দাঁড়ায় দুটো চোখ। নূপুর বাজিয়ে আজকেও কোনো মেঘ নেই। ধূলো উড়ে যায়। হাতের তালুতে একটার পর একটা ভাতের গোল্লা। সাইকেলের বেল দূরে কোথাও বাঁক নেয়। বৈরাগীদের দুয়ারে রবীন্দ্রসংগীতের অনুরোধের আসর ------ " দূরে কোথায় দূরে দূরে ..."

No comments:

Post a Comment