Friday 13 October 2023

উৎসব সংখ্যা ১৪৩০ : কবিতা , কেতকী বসু

 



নিষেধের অবেলায়
কেতকী বসু


গল্প শুনি জীবনের স্তর ভেদে বৈচিত্র্য ময় রহস্যের। খোলা মাটিতে  লতানো গাছে 
 অগাধ নিতব্ধতায়,
খুঁজে চলা অসুখের জন্য একটা ওষুধ, শুধু
সেরে ওঠার তাগিদে।
তার পর কিছু থাকে না বাকি ,সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পুষ্টির অভাব পূরণ।
থমকে দাঁড়াই কিছুক্ষণ,উত্তরের অপেক্ষায় থাকা মনও স্বীকার করে নেয় একসময়,

জং ধরা জানলায় বৃষ্টির টুপটাপ শব্দে ঘুম
ভাঙ্গে, জ্বলে ওঠা আগুনে,সৃষ্টি করে নতুন 
অসুখের বীজ, সংগ্রহ করা পুরানো কাঠ আর পাথরে,
হারিয়ে যায় সমস্ত ওষুধের নাম ,নাম হীন দোকানে।
ছেড়া রুমালে ঘাম মুছতে হাত চলে যায় কপালে,
আরো কতো সংগ্রামে বেঁচে থাকা আগামীর পরিচয়ে।



No comments:

Post a Comment