নদীটি ছুঁয়ে দেখি
ঈশিতা পাল
ফ্লাইং সসার-
উড়ছি তো উড়ছি,
আর সুতোর মতো নদী
পল পল কাটাকুটি বুকের বাঁদিকে,
তাকে ছুঁতে পারছি কই?
এ যেন ভুলভুলাইয়া দেখতে গিয়ে নিজেকেই গুলিয়ে ফেলা,
চার্নিং মোশনে
ছানা কেটে যাচ্ছে সব ষড়যন্ত্র।
যেমন যশোদা মা আর কানুর সম্পর্ক
কিংবা রাই আর মাধব,
আয়নার পেছনে সারি দিয়ে লুকনো মুখ,
নাকি মুখোশের আড়ালে নিপুণ ছৌ-নাচ?
শরম খুইয়ে লুকোচুরি খেলায় নিজেই
নিজেকে ধাপ্পা।
বিগলিত হাসি ছাড়া ভাল কোন সেলস স্কিম জানা নেই।
No comments:
Post a Comment