কবিতাগুচ্ছ , ঋতবৃতা মুখোপাধ্যায়
অশরীরী
১
কৃচ্ছ্রসাধনের পথ বেছে নিয়ে
ভেবেছিলাম নিশ্চিন্ত মনে
ডুব ডুব ডুব, বৈরাগী জীবন।
আকাশের কোণে মেঘের আনাগোনা
চোখে পড়েনি।
ঘরে ফিরবো ভাবতে ভাবতেই
আপাদমস্তক ভিজিয়ে দিয়ে
সারা গায়ে মেখে রইলে!
স্পর্শ করার জন্য যে হাত-পা লাগে না
তা কি ভুলে গেছো?
২
আদরের আলপনা নাহয় নাইবা আঁকলে
খোলা পিঠে চিবুকে,
অথবা এলোমেলো চুলের গোছা
এক হাত দিয়ে সরিয়ে
নাই বা চুমু খেলে ঘর্মাক্ত কাঁধে, ঠোঁটে!
তা বলে কি কখনও বলতে পারবে
আমাকে অশরীরী আদরের বানে কখনো
ভাসিয়ে নিয়ে যাওনি!
৩
গঙ্গার ঘাটের সিঁড়িতে বসেছিলাম সেদিন
অদূরেই জ্বলছিল চিতা, শেষকৃত্য।
চোখের সামনে দেখলাম
আগুন আর শরীরের প্রেম।
কী অবলীলায় আগুন-শরীরে মিলিয়ে গেল
আরেকটা নশ্বর দেহ!
তোমার শরীরে অপ্রাপ্তি-যন্ত্রণার আগুন হয়ে যখন
জ্বলতে থাকি,
টের পাও আমাকে?
৪
একটা উইল করে দিয়ে যাবো
যাবার আগে।
সম্পত্তি
স্থাবর, অস্থাবর
ভাগাভাগি করে দিয়ে যাবো সব।
আর এই মন —
দানপত্র করে দেবো তোমার নামে,
রেখে দিও।
খুব সুন্দর লেখা পড়লাম
ReplyDelete