নিরপেক্ষ
একটা মালগাড়িকে
ষোলোটা রেললাইনে টুকরো করে বসালে
ব্যাপারটা কি কবিতার মত লাগবে?
নাকি প্রত্যেকটা লাইনে
একটা করে ইঞ্জিন জুড়তে হবে
লেজে একটা করে গার্ডের কামরা
আর সঙ্গে অবধারিত পতাকা, হুইসেল...
একটা টুকরোও টুকরো থাকবে না শেষ পর্যন্ত
চলতে চলতে প্রয়োজন হবে আরও ওয়াগনের
তারপর একদিন তুমিও প্রশ্ন করবে
সেই মালগাড়িটাকেও বেশ কয়েকটা লাইনে
টুকরো করে বসালে কি
একটা কবিতা পাওয়া যাবে?
এসব উত্তরের জন্য ইঞ্জিন অপেক্ষা করেনি
গার্ডের কামরারাও অপেক্ষা করবে না কোনোদিন।
সুন্দর!
ReplyDelete