Monday, 25 April 2022

বৈশাখ সংখ্যা || পৃথা চট্টোপাধ্যায় ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  পৃথা চট্টোপাধ্যায়   


রাস্তা

কোনো কোনো রাস্তা শেষ হয়।
যেটুকু চলার পথ অযুত নির্মাণ, স্রোতের উজান তারা বলেছিল, 
অন্তহীন থেকে যাবো আমরাও লাল নীল খামে ভরা দিনে রাতে,
গুটি কেটে প্রজাপতি উড়েছিল একসাথে
তখনও তো বোধ ছিল অন্তর্গত বোধের ভিতর
তবুও কীভাবে এল ভাবনার জটে ঢাকা ধূসর আঁধার
কথা ছিল একসাথে সাঁকো পেরোবার
...কেন এত থই থই জল
গভীরে ফুরিয়ে যায় জীবন সুফল



1 comment: