মানুষ কি জানে
মানুষ কি জানে
মানুষের কাছে কোন শব্দ থাকে না!
মানুষের চেয়ে ঢের ভালো কোনো নদী
কোনো গাছ কোনো ফুল-প্রজাপতি
মানুষ যে ভাবে ব্যথা দেয় মানুষীর বুকে
সেভাবে কি গাছেরা ক্লেশ ছড়িয়ে দেয় গাছেদের গায়ে?
নদী জানে কিভাবে আড়ালে রেখে চলে যেতে হয়
মানুষের কাছে পাওয়া বেদনার কথা,
ফুলও জানে, শুধু মানুষই জানে না
কথার ভেতরে তত শব্দ থাকে না
নীরবতা চুপ থেকে যত শব্দ রেখে যায়।
বাঃ, সুন্দর !
ReplyDelete. --চন্দ্রনাথ শেঠ