সাদা - কালো
হাওয়ায় ওড়ে সাদা পালক,
আমার সততা এবং অতীত
বাথানে ডাকছে কালো মহিষ
আমার ত্বক ওই পশুর মতো
হাওয়ায় ওড়ে সততার শুভ্রতা
পাশাপাশি ওড়ে চতুর বায়স
বিপ্লবের ছদ্মবেশে রাজনীতি
প্রতিদিন নাচে যেন পিশাচিনী।
চোখ দেখলেই
চোখ দেখলেই বুঝতে পারি
চোখে রাগ, নাকি সংরক্ত আঁখি
বুঝতে পারি ভালোবাসার মায়া।
আজকাল কিন্তু তুমি দুর্বোধ্য
কবিতা হয়ে গেছে রুক্ষ গদ্য।
খুব ভাল লাগল
ReplyDelete