আকাঙ্খা
ব্রহ্মাণ্ড ছিন্ন ভিন্ন। অন্ত পুড়ে খাক
শরমা ভাতার তার কিয় দংশ পাক।।
কলসি শূন্য ছিলো, ভরা করলো কে?
এ গূঢ় তত্ব ঢাকা হরির বিবরে।
কাতরে আর্তস্বর নষ্ট চন্দ্র রাতে।
কদলি ভক্ষণ হয়ে বাতুল প্রতাপে।।
পর্ণমোচি বৃক্ষ খোঁজে কাক বন্ধ্যা নারী।
তালুক সন্ধান আমি দিতে পারি।।
বিন্দু বিসর্গ হাসে দুই ওষ্ঠ ফাঁকে।
এক চন্দ্র বিন্দু তার শূন্য কোল ঢাকে।।
অবিভূত।
ReplyDelete