Tuesday 31 May 2022

মে সংখ্যা || কবিতায় সৈয়দ কওসর জামাল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  সৈয়দ কওসর জামাল


স্পর্শদোষ


শবাধার প্রস্তুত করেছ। নেমে যাই তবে ওই চোখে?

এত শান্ত এমন কোমল দৃষ্টি আমাকে পাখির স্পর্শ দেয়

স্পর্শ এক প্রেমাতুর, নাবালক জন্মের রোমহর্ষক স্মৃতি

যেখানে কেটেছে দিন গাছে গাছে, গ্রীষ্মবর্ষা শরৎ পেরিয়ে

কঠোর শীতের দেশে,  চেয়েছি কুসুমস্পর্শ, ফলভার

কখনও কোটরে তার খুঁজেছি শালিকছানা, পাতার ভিতরে

বটফল ঠোঁটের পাখিটি অজান্তেই উড়ে গেছে দূরে

কুয়াশায় ডুবে থাকা তোমার দুচোখ আমি দেখিনি কখনও

দেখিনি প্রহরা কেন মৃত্যু্র সীমানা ঘিরে বেড়ে উঠেছিল

সব সতর্কতা পূর্বাভাষ হাওয়ায় উড়িয়ে অমঙ্গল বাজে

কেঁপে ঊঠেছিল চোখ, পাগলা ঘন্টি যৌবনের দিন

চলে গেল তোমার হৃদস্পন্দন দ্রুত করে দিগন্তের দিকে

তাই এই জন্মঘোর, মৃত্যুঘোর, মৃত্যুর পরের মায়াঘোর

দুই চোখে সাজিয়েছ অন্ধকূপ, ঝাঁপ দিই মৃত্যু বাজি রেখে

পাতাল প্রহরে বুঝে নিতে চাই আমাদের যাকিছু আপস 

তোমার শীতল চোখে আমি রেখে আসি তবে যত স্পর্শদোষ।



12 comments:

  1. বহুদিন বাদে আবার পেলাম আপনাকে , জামালদা ।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ

      Delete
  2. khub valo laglo lekhati...

    ReplyDelete
  3. শিখর রায়31 May 2022 at 23:08

    সৈয়দ কও শর জামালের কবিতা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। বিষয়ের গভীরতা, নতুনত্ব, বিষয় অনুযায়ী যথাযথ শব্দ চয়ন, জামালকে কবি হিসেবে স্বাতন্ত্র্য দিয়েছে। এই কবিতাও তার ব্যতক্রম নয়। আবার ওঁর কলমে এক মুগ্ধ করা কবিতা।

    ReplyDelete
    Replies
    1. কৃতজ্ঞতা জানাই

      Delete
  4. আমার কৃতজ্ঞতা জানাই

    ReplyDelete
  5. নামকরণের ক্ষেত্রে কবিই শেষকথা। তবু এই কবিতার নাম 'চোখ' হলেও হয়তো খারাপ লাগত না।

    ReplyDelete
  6. ভালো কবিতা পড়লাম।

    ReplyDelete
  7. দাদা খুব ভালো লাগল আপনার কবিতাটি।

    ReplyDelete
  8. খুব ভালো লাগলো লেখাটি।

    ReplyDelete