Tuesday, 31 May 2022

মে সংখ্যা || কবিতায় রূপায়ণ ঘোষ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||    রূপায়ণ ঘোষ 



একটি মৃত্যু ও রাত্রিসংগীত

Stay with me tonight; you must see me die. I have long had the taste of death on my tongue, I smell death, and who will stand by my constanze, if you do not stay? 
                                                                                              - Mozart


পিয়ানোর নিচে শুয়ে থাকতে থাকতে আমাদের আত্মা উঠে আসে নিদ্রাসুখ থেকে- যেন প্রভাতের সমগ্র আলো থেকে বঞ্চিত সে! গভীর রাতের দিকে কত বিকীর্ণ অবয়ব- ছুঁয়ে আসে সাইপ্রাস অরণ্য। তাতে সংগৃহীত পাখিদের ওম, নিদ্রিত ডানার স্তব্ধোল্লাস ছন্দ। আরও নীরব ঘরের ভিতর সতর্ক পিয়ানো অথচ তার ক্রমোজ্জ্বল উন্নত চাবিগুলি সাদা-কালো রঙের উপর বেজে ওঠে মহালাস্যে। আয়ত নরম সুরে, গানের নিজস্ব ছায়ারা সচল হয়। মায়াবেদনার কাছে স্বপ্নের রোদন শুরু হলে দ্যাখো মৃত্যু ছোঁয় ঊর্ধ্বগামী জিভ, দ্যাখো মরণের ঘ্রাণ মহামান্বিত হলে সমস্ত নিমজ্জিত প্রত্যাখ্যান রচনা করে আলোর হরিণ; উত্থান ধ্বনির ভিতর দৃশ্যত আনন্দ ছড়ানো থাকে, থেকে যায় অবরোহ আরদ্ধমার্গ। কী অসীম কারুকার্য ছড়িয়ে রাত্রির সুষম সংগীত তৈরি হয়- এখানে অবিভক্ত এসে দাঁড়াও। দ্যাখো, মৃত্যু-বিরুদ্ধগামী সঘন আত্মার পাশে খেলা করে মানুষের বাদ্যময় হাত... 


1 comment:

  1. খুব ভালো লেখা....মন্দিরাদি

    ReplyDelete