আলো
শয়তানগুলোর মাথা দেখি না আজকাল
যেটুকু দেখি হাত-পা আর একরাশ বারুদ
মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটা পাগলপারা
এইসব অগ্রন্থিত ভাবনার জালে বাঁধাপরা মানুষগুলোকে
একটু আলো দেবার মতো কোন মাথা নেই
শুধু আছে একরাশ স্বপ্নদোষ মুদ্রাদোষ
এইসব রক্তক্ষরণের চেয়ে ওদের একটা ক্লান্ত রাত্রি
উপহার দিক কেউ
পরেরদিন প্রথম সূর্যের আলোর মতো
কেউ মাথায় হাত রেখে বলুক
এদিকে আলো আছে আলো
যেভাবে বাঁধ ভাঙে জল
No comments:
Post a Comment