দহন
পরমাত্মিক ভোজের পর এসো ব্যভিচারী হাওয়া
শিশ্ন চূড়াতে কালজয়ী ঘাম এসো কোকিল বাসনা এক ডুব আচমন
দেহ গন্থিতে রাখা শিলীভূত বরফ জাগো
তমসা মুহূর্ত গুলো জ্বলে উঠুক
প্রচন্ড তাপে ছারখার হোক শিথিল নৈঋতমণি
আহ! শব্দ উচ্চারণ তরঙ্গে ভাসুক আজ প্রতি পল অনুপল ভাঙুক কামার্ত মাটির তৃষা
ছায়াযুক্ত কায়াবোধ এসো শতাব্দী প্রাচীন এই দহন ক্রিয়ায়।
ওপাড়ার আহামরি উশৃংখলা দু'দণ্ড দাঁড়িয়ে
দ্যাখ,
ঈর্ষা বানানে বুলাবে আঙুল চকখড়ি কত কত বার!
বাহ। আশ্চর্য কবিতা।
ReplyDelete