ক্ষয় লিপি ৮
গ্রীষ্মের সন্ধ্যায় হাওয়াসুন্দরী। রীল খুলছে
কাগজ পূর্ব প্রেমের । রক্তক্ষরণ চলমান
মানতেই হবে বলছি না। নাগরদোলায় হাতে
হাত জোছনা মাখছে । ছেড়ে না যাবার শপথ
পথের মাধবীলতা । তার গতি স্থির কিন্তু আলোকিত। তমার বিপরীতে এক সম্মোহন
মোহন সিং খাঙ্গুরার রবিগান । নম্র করছে উগ্রতা । তালা খুলে উড়িয়ে দিচ্ছি অহংকার
কারা আবৃত্তি করছে ছোট ছোট তারার ছন্দ
আর ব্যালকনি চশমা খুলেই তুলছে স্বর্গ
No comments:
Post a Comment