খোয়াইয়ের পথে
আমারও কিছু ভালোলাগা থাকে
পবিত্র ও নিঃসঙ্গ
তাকে উদ্ধৃতি দিয়ে কি করে বোঝাই !
কিছু শব্দ চয়ন করি উড়ে আসা
বসন্ত বাতাসে
মৃদু অভিমান লেগে থাকে পলাশে শিমুলে।
হরিতকি গাছের কাছে কিছু কথা
রেখে গিয়েছিল যে নির্মল কিশোর
খোদাই হয়ে আছে তার বুকে, আজীবন।
নিজেকে যদি ভাবি স্বপ্নের ফেরিওয়ালা
উদাসী পথ ঠিক যায় হেঁটে, খোয়াইয়ের পথে।
No comments:
Post a Comment