আকাশের পর্যটনকেন্দ্র
মাঠের দিকে লক্ষ্য ছুঁড়ে চেয়ে থাকা নির্নিমেষ...
রামধনু বিকেল
ফসলের পাশে নষ্ট চাঁদে মীমাংসার লুটোপুটি
x y z...এর বল পেটানোর হাজারো প্রয়াস + পোস্টকার্ড সেঁটে
উপুড় হওয়া গ্লাশের পতনরোধ = ক্রোনিকালের পোতাশ্রয়ে শুয়ে থাকা ক্ষত
সন্ধে পর্যন্ত চিনিয়ে দেওয়া আধফোটা এক ফুলের শরীরে
জমে এত ধান। ভিড় করে আসে পাখি
রিপুদোষে সেদিন অচেনা রাতের হায়না
এমন ত্রাসের ছায়ায় বাড়ে কুমির মহাজন
আর প্রাণবায়ু ঠিকানা পায় আকাশের পর্যটনকেন্দ্রে
No comments:
Post a Comment