Friday, 18 June 2021

কবিতায়~ তুলসীদাস ভট্টাচার্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||












পুনর্জন্ম          তুলসীদাস ভট্টাচার্য 

দেখো,উত্তরের হাওয়া বইতে শুরু করেছে 

আগ্নেয় জ্বালামুখের দিকে নিয়ে চলো আমায় 
শুদ্ধ হই জ্বলন্ত আগুনে 

আরও একবার পাঠ নিই পুনর্জন্মেের 

পোড়াদাগেের ভেতর খুঁজে নিই শীতকাল।


মলাটের ভেতর 

একটানা বৃষ্টিতে ফুটোগুলো বড় হয় 
বেরিয়ে যায় সব জল 
কাজ করে না সেফটি ভালভ্ 


সেতুর দরজায় কড়া নাড়া বন্ধ হলে 
একটি বানভাসি মুখ ভেসে ওঠে 

স্মরণে আসেনি ইষ্টদেবতার নাম

ভাঙাবুকে ছিল না আজান
না ছিল ইতি গন্ধপুষ্পে- -


দু-চোখে ভগ্ন দ্বীপের অবশেষ
ছেঁড়া-ফাটা নোটের নিচে অসহায়

মুছে যাওয়া পঙতিগুলি 
নতুন করে অক্ষরের দাগ কাটে
মলাটের ভেতর ।


12 comments:

  1. প্রথমটাই বেশি স্পর্শ করল। দুটোর কবি-ভাষা খুবই আন্তরিক যদিও...।

    ReplyDelete
    Replies
    1. খুব খুশি হলাম দাদা।

      ভালবাসা ও শুভকামনা।

      Delete
  2. খুব ভালো লাগল দুটি লেখাই।

    ReplyDelete
    Replies
    1. ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।

      ভালবাসা ও শুভকামনা।

      Delete
  3. ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।
    ভালবাসা ও শুভকামনা।

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ভালো লাগলো, চালিয়ে যাও।

    ReplyDelete
  6. খুশি হলাম দাদা।
    হার্দিক ভালবাসা ।

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Replies
    1. খুব খুশি হলাম বন্ধু।

      ভাল থাকুন।
      আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete