Friday, 18 June 2021

কবিতায়~ রাকা ব্যানার্জী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||











আগামীর দিকে    রাকা ব্যানার্জী

মনকেমনের হাওয়া বয় 
এই চোত বোশেখের দুপুরে। 

মন কেমন করে 
সেই ভিখারীদের জন্য , 
যাদের মুখ মনে পরে না 
মনে পরে ওদের শূণ্য হাতের কথা। 

দিনগুলো আজকাল বড় অন্ধকারে 
বহু কষ্টে নেমে আসে সূর্যের আলো 

অনেক বর্ণহীন বিষাদ পেরিয়ে। 

চারিদিকের নিস্তব্ধতা বলে দিচ্ছে 
সময়টা ভালো নয়। 
কবিতা লিখতে গেলেই 

কতগুলো অসংলগ্ন শব্দসমষ্টি মাথা তুলছে। 

গন্তব্যহীন এ জীবনপথে অক্লান্ত এগিয়ে চলা 
স্মৃতির মরীচিকা পেরিয়ে .... 

আগামীর দিকে ।

No comments:

Post a Comment