মনোতোষ আচার্য
ক্ষয়ের জন্মকথা
আমি তো মেখেছি ভস্ম সময় পোড়ানো অপচয়
ধীরে ধীরে পরিচয় শব্দ অধিবাস
প্রকৃত পাঠক নয় কবিতা বাঁচিয়ে রাখে পুরোনো অভ্যেস
সময়ের কুলুঙ্গিতে ঝুলে আছে চিরন্তন গাথা
ডেকে নেয় রোদ্দুর ভাঙাচোরা নিকোনো উঠোন
ক্ষয়ের জন্মকথা ---- যাপনের মিথ্যে অধিকার
আমি তো মেখেছি ভস্ম পাড়ায় পাড়ায় কলরব
কবি তো বিষয়ী নয় সংসার বিরাগী আশ্রম
জন্মগত ভুলের ভেতর নূপুরে নিক্কণ মায়াডোর
ছিঁড়ে যায় সুতল প্রহর
নৈবেদ্য নাও হে দেবী
শত ফুল কোরক হৃদয়...
"কবি তো বিষয়ী নয় সংসার বিরাগী আশ্রম"-শব্দের কায়া নির্মাণে কবির লালসা বিহীন মরমি ব্যথা অক্ষরে অক্ষরে পরিস্ফুটন।
ReplyDeleteনান্দনিক শুভময়তা জেনো
ReplyDeleteগভীর নিঃশব্দে গাঁথা। অপূর্ব ভাষ্য। অন্তরের ভালোবাসা প্রিয় কবি র প্রতি। ❤️🌿
ReplyDeleteঅসাধারণ
ReplyDelete