Friday, 18 June 2021

কবিতায়~ দেবলীনা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||












স্কেচ ....       দেবলীনা 

এক একটা দিন কেমন উল্লাসের পর্দা উড়িয়ে চলে যায় !

ওপাশে যেমন এক চকমকে আলোর ঝালোর,
 কিচিমিচি বোলতান
 আর এদিকে ছায়া ছায়া মেঘ!

তারপর সব ফেড আউট --

আবছায়া - নৈঃশব্দ্য !

এইট-বি পেনসিলের গাঢ় আঁচড়ে দিগন্ত আঁকো , কিছু সূক্ষ্ম দাগ টানো টু-এইচ লিডে ,
আর কিছু আঙ্গুলি কারুকাজ । 

এভাবেই একটা গোটা ঝকঝকে দিন'কে মিশমিশে সীসা’র রঙে পরিবর্তন করা তোমার কাছে নিছকই খেলা। 
বহু দূর থেকে আমি স্তাবকের মতো শুধু দ্যেখি ,তোমার ঐ কারিগরি 
আর তোমার আয়ত চোখের কূহকে
ডুব দিয়ে দেখি - 
 পরবর্তী সম্ভাবনার উল্কি !

No comments:

Post a Comment