Friday 18 June 2021

কবিতায়~ মৌসুমী রায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||













অচেতন        মৌসুমী রায়

এসো সন্ধে হলে ছিপি খুলে বসি
শশা কুঁচি টুকটাক পকোড়ার ছাঁট
মুন্ডপাত করি আমি তুমি বাদে সব্বাকার।
কার পাকা ধানে কে দিয়েছে মই
কেড়েছে কে কাকে গাছে তুলে
ভুলে যাই ঝোড়ো সেই রাত একখানা মোমবাতি 
ফুটো ছাতা একটাই হাত ধরে রাখা বন্ধুরহাত
চাপ! আস্ত জীবনটাই,উর্ধ্ব নিম্ন সর্বমুখী
চেপ্টে যাওয়া তোবড়ানো প্লাষ্টিকপট
বেবাক দূষণ।মাঝেমাঝে ফুটফাট মাইকভাষন
পরিবেশ বাঁচবে নাকি মরণকুঁয়ো
ট্রাপিজের খেলা দেখা সয়ে যাওয়া চোখ ঢেকে রাখি
কালো চশমার ছানি দিয়ে ঢাকা থাক শাক মাছ ঘোলাজল ছিপটাকে ভেঙে 
এসো বাতায় গুঁজি যাবতীয় ভুল
সন্ধে নেমে আসে অন্ধকার এসো ছিপি খুলে বসি
চেতনার ছাইভষ্ম ভাসুক আরেকবার,ভেসে যাক।

2 comments: