সিদ্ধার্থ দাস
চন্দ্রমাস
আলোর সূর্যাস্ত পছন্দ হিজাব,
ইফতার।
সময়ে জ্বলে ওঠে নাগরিক। নাতিদীর্ঘ আলোকপাত,
বুক ফেয়ার।
জানতাম ধর্মের ভিত্তি ভাগ হয়না কস্তুরি।
কিছুকথা কানে কানে বলা দরকার,
অসুস্থ আপনজন, চব্বিশ ঘণ্টা খুঁজছে!
হাঁড়িতে লোকবল আছে?
চাল ফুটলে দ্বিগুণ বাঁশরি; বলেছি,
ছিলাম, আছি, থাকব সংসারে।
খানিক কালবৈশাখি, ঝোড়ো হাওয়া, স্তব্ধ যাপন।
তুমি রাজি থাকলে বিয়ে! আ-মলো, মেঘ আষাঢ়ে!
No comments:
Post a Comment