বন্যা ব্যানার্জি
সহজ পাঠ
ফিরে আসে স্পর্শের অতীত।
খরা চিরে নামে বৃষ্টি।জীবিত জলবিন্দু রা হেঁটে যায় এনামেল করা মুখে। জল সরিয়ে তবু ফিরে আসে ওরা - হাঁটুজল নদী,শুক্রবারের হাট।।
মাটিতে মাদুর বিছোই।আমি আর আমার সহজ পাঠ।
বিরহী
বসন্তের বাতাস পাঠালো চিঠি বর্ষার।আত্মীয় হয়ে উঠলো মাঠ,নদী।সাদা পাতায় কালো অক্ষরেরা। তোমার ঠোঁটের কালো তিল অন্ধকারের বিরুদ্ধে একাই লড়ে।.....জলের দিব্যি
Darun❤️
ReplyDeletethank u
ReplyDelete