Friday 18 June 2021

কবিতায়~ পার্বতী রায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||












স্রোতের শব্দ      পার্বতী রায় 

পোশাক খুলে ফেলেছে পৃথিবী
আদিগন্ত ছাই উড়ছে 

তোমার নীলচে বোতামের ভেতর 
 ভেসে যাচ্ছে নাচঘর 
হাওয়া পিছল হলে আর কি শুনতে পাবো 
নতুন কোনো স্রোতের শব্দ !

স্কচব্রাইটে অল্প বিস্তর ঘাম জমছে
অল্প বিস্তর নদী জমেছে মনে মনে 
পথে ঘাটে ভীষণ তৎপর ভাইরাসের চটুল চোখ 
মানুষ মরলেও এখন কোনো কিচিরমিচির নেই !


2 comments: