মনবীন সুকন্যা ভট্টাচার্য্য
টেকসই আসবাব
বিন্যস্ত বিছানা
সবুজ আশপাশ
সাম গান উচ্চারিত হচ্ছে!
তথাপি উদাসীন।
এসব নির্ঝরিণী বয়ে গেলেও
হতাশা, দুঃখী মন থেকে যায়
যাতনা নিয়ে সংসার
ভালোবাসা ক্ষীণ।
তবু থেমে যাওয়া মালগাড়ি
হঠাৎ নড়তে নড়তে চলতে থাকে।
একদিন উৎসবে মজে
কান পেতে অন্যের হৃদতরঙ্গ শোনে
পিয়ানো বাজনো উদ্যোগ
শুরু হল বিলাসী বৃষ্টি
টুপটাপ, টু প টা প
অন্তহীন।
বৃষ্টি বিলাস...
ReplyDeleteবেশ লাগলো
thank u
ReplyDeleteদারুণ
ReplyDelete