রসুল দেবার্ঘ সেন
বুকের নিদ্রাহীন রাত ও তার অনুরণন,
মেরুদণ্ডে শায়িত অজস্র চোখেরা।
জমি অধিগ্রহণের লোভনীয় খেলার
বহির্ভূত চারা ও তার সংশ্লিষ্ট মাটি,
প্রকৃতির নিবেদন।
সমূহ আমার জীবন ও জলদান
বাধ্যতামূলক গঙ্গাস্নানে, লাথি।
কবিতার আদ্যপ্রান্ত পরিচয়ে আমিই রসুল,
আমি কবিতার নির্দলপ্রার্থী।
দারুণ
ReplyDeleteঅনবদ্য লেখনি।
ReplyDeleteবাহ্
ReplyDelete