Monday, 28 June 2021

জুন সংখ্যা ≈ কবিতায়@রফিকুল নাজিম

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || জুন সংখ্যা ||

রফিকুল নাজিম 













দুঃখগুলো আগাছার মত বাড়ছে
 

বুকের খাস জমিতে দুঃখগুলো আগাছার মত বাড়ে
কষ্টের দাবানলে পুড়ে ছাই হয় বুকের সবুজ মায়া
ছলনার সুনামিতে লণ্ডভণ্ড হয় বিশ্বাসের আঁতুড়ঘর
তবুও আমার এই দু'চোখ নতুন দিনের ভোর খুঁজে 
মায়াবী আরশিতে খুঁজে নির্মোহ ঠোঁটের চারু হাসি, 
নদীর জোয়ার, ভাটা ও স্রোতের অংক কষে জীবন 
পাখিদের মুখর সন্ধ্যায় খুঁজে নীড়ে ফেরার আবদার
অনাহূত দুঃখবোধ বিনাশের প্রার্থনায় নিমগ্ন থাকে মন
তবুও পরগাছার মত ব্যথারা গেঁথে যায় বুকের গভীরে; 
গোপনে চুষে খায় আমার এই বেঁচে থাকার প্রাণরস।

তবু চোখ বলে- এইসব অবাঞ্চিত দুঃখ-কষ্ট সব মিছে;
চোখ টিপে মন বলে- সত্যি কেবল তোমাকে ভালোবাসা।
আহা! তোমার অবহেলায় মুখ থুবড়ে পড়ে পার্থিব সব ইচ্ছা,
আমার বুকে বিষাদ বৃক্ষ দেদারসে বড় হচ্ছে...



No comments:

Post a Comment