Friday 18 June 2021

কবিতায়~ অনুপ মণ্ডল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||












কনফুশিয়াসনেস     অনুপ মণ্ডল

ছোট্ট একটা খাল,লাফিয়ে পার হতে গিয়ে যত বিপত্তি
ঘুমের মধ্যে হঠাৎই দেখে ফেললাম সাদা তরমুজ
দেখা হল তোমার সঙ্গেও কনফুসিয়াস
আমার হাতে ছিল খাগের কলম
আকাশের রঙ বেদনারহিত হলে
মেঘের মেধা ঘন নীল হবেই হবে
দরজার পাশে খুলে রাখা থাকবে রেশমের সোহাগ

পাশের বাড়িতে একটু আগেও
সিঁড়ি দিয়ে ওঠা এবং নামার দুদ্দার আওয়াজ চলছিল
সব চুপচাপ,পুলিশ আসার অপেক্ষা শুধু
ফেটে যাওয়া বেলুনের অতি প্রসারণশীলতায় অবুঝ শিশু
সাত সকালে চিল-চিৎকার করে ফাটিয়ে ফেলছে আকাশ



No comments:

Post a Comment