সোমা ঘোষ
সব চরিত্র ই জ্বলন্ত
ঢিলেঢালা রং সমস্ত শরীর-ময় ছড়িয়ে পড়ছে গল্পরা পৃথিবীর পথ ঢালু হয়ে
নাভিমূলে আলটোপে রোদ্দুরের মায়া।
তবু,
ঘাসের মুখোমুখি পতঙ্গ — সে তো ঝড়ে ই এক কৌশল।এক গভীর সুখ যেন
গভীর বেদনার মতো বসন্তবৌরি ডেকে ওঠে—
বারবার,
ভালোবাসা গাছের মতো ছায়া দিতে দিতে কখন যে পোড়াবে...
তৈরী থেকো সব চরিত্রই জ্বলন্ত।
No comments:
Post a Comment