শর্মিষ্ঠা
অস্থাবর
ওরা সব দেহতত্ত্বের দাগ
শরীরে রেখেছে চেনা শরীরের ছাপ,
পুড়ে গেলো নিমচন্দনের ধবল কাঠে |
আগুনের হলকা পেরিয়ে এসেও
সেই আগুনতাপ আর দাঁতে লোহা,
কুসংস্কারে আগুনের আগুনশুদ্ধি |
শুধু থেকে যায় দুধের দাঁত পোকাকাটা
মাচার পেছনে মাটির কোণে
ইঁদুরের গর্তে
ওদের চলতে মানা |
ওহঃ! অপূর্ব লিখেছেন।
ReplyDeleteমুদ্ধতা
ReplyDelete