Friday 18 June 2021

কবিতায়~ কালীকৃষ্ণ গুহ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা || 











মুখের লেখাগুলির       কালীকৃষ্ণ গুহ

তাঁর সঙ্গে অনেক দিন দেখা হয় না
দেখা হলে
কী বলতে পারতাম তাকে?
বলতে কি পারতাম,
"মৃত্যু পার হয়ে এলাম" ?
না, পারতাম না।

মৃত্যুর কথা বলা বারণ।

তাকে বলতে পারতাম,
"গভীর রাত্রে মাঝে মাঝে দূরে কোথাও
একটানা ড্রাম বাজলে আমি তার শব্দ শুনতে পাই।
তুমিও শুনতে পাও কি?"


তার মুখের আত্মপ্রশংসার রেখাগুলির  দিকে 
তাকালে
কিছুই বলতে পারতাম না...

No comments:

Post a Comment