Monday 28 June 2021

জুন সংখ্যা ≈ কবিতায়@দীপিতা চ্যাটার্জী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || জুন সংখ্যা ||

দীপিতা চ্যাটার্জী












কিছু কথা ক্যানভাসে  

তোমার ক্যানভাসে আমার আঁকা পটভূমি।
আমার তুলিতে তোমার রঙের খেলা।
কেঁপে যাওয়া পেন্সিলে বাঁকা রেখা গুলো বড্ডো একঘেয়ে।
সমান্তরালের চেষ্টায় আবার জন্ম কিছু বক্র রেখার।
আঁকাবাঁকা গুলো নিয়ে তৈরী এক নাটুকে ছবি।
যা তুলির নমনীয়তায় কোমল।
জলরঙের তরলতার সাথে  মিশে মায়াবী নদী।
রঙের ছিটেতে বিন্দুরা উথাল পাথাল ,
বার্তীদের, টুকরো কাপড়ে দম ফাটা অনুভূতি।
কাপের জলে রঙের ঘূর্ণি তে নিমজ্জিত তুলি,
এমন সন্ধিক্ষণে,
আদ্র তুলির আঁচড়ে জন্ম মধুজা চিত্রের।
যা রয়ে যায় ক্যানভাসি রূপকথায়।


2 comments: