Friday 18 June 2021

কবিতায়~ হরিৎ বন্দ্যোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা || 












অসফল স্বপ্নের মতো একটা নদী    হরিৎ বন্দ্যোপাধ্যায়


অসফল স্বপ্নের মতো একটা নদী

চারদেওয়ালের ছায়া থেকে অনেক দূর দিয়ে 

এমনভাবে বয়ে যাচ্ছিল যেন তাকে কেউ চেনে না 

তাকে কেউ রাস্তা বলে দেবে না এমন সম্ভাবনাও ছিল 

অথচ চারদেওয়ালের ভিতের থেকে এমনসব দীর্ঘশ্বাস 

উঠে আসছিল যা শরীর বাঁকিয়ে দেবার জন্য যথেষ্ট 

গাছের নীচের কয়েকজনের চোখ থেকে আমরা 

পালাচ্ছিলাম প্রাত্যহিকতায় নদী না থাকায়

মনে হয় এটাই আমাদের শেষ অস্বস্তি 

কারণ আগামী প্রজন্ম নদী চেনে না



2 comments:

  1. সত্যি আমাদের আগামি প্রজন্ম নদী চিনবে না।

    ReplyDelete