গৌতম কুমার গুপ্ত
পথে যেতে যেতে
পথে যেতে যেতে দেখা হল উনি পয়গম
হাই তুলছিলেন রকের শ্রীবস
রোয়াকে ভাঙা দু পিস আ্যরোরুট
চায়ে ডুবে আছে আড্ডা
কয়েকটি ঘষা বয়ামে ক্যাডবেরির জিভ ঝুলে আছে
ইটের পাঁজরে ভুল বানানে ভোট দাও শ্রীলেখা
উনুনের ছাইয়ে ঘুঁটের খন্ডহর
তালপাখায় জমা হাওয়ার ধুঁয়ো
বাথরুমে জল ভাঙা কিশোরী থইথই
খিস্তি দিতে দিতে চলে গেল লোমশ বাইক
মফস্বলী বাসের উড়ে গেল
পোড়া ডিজেলের ছাই
গরম ত্বকে বিদ্রুপ ব্যাধি
গাছে গাছে উড়তা নখর বিষ
এখনি সোঁদাগন্ধ চায় স্বেদভেজা মাটি
মেঘ প্রত্যাশী আকাশে উদাসী নীল
ডেকে নিয়ে যায় দু একটি বিদ্যুত রেখা
হা অন্ন বৃষ্টি কোথায় ভাসে
পথে যেতে যেতে দু একটি প্রেম
যুবক যুবতী মোবাইলে কান ঢাকে
হিন্দী গানে অন্তরা অরিজিত
সিভিক পুলিশ লাঠির বিলাসে হাঁকে
হাফ হাতার প্রৌঢ় ভ্রমণে উন্মুখ
শ্লথ গতযৌবনা প্রৌঢ়াও বহুল মেদে
পথে যেতে যেতে
অভাগার চোখদুটি চেয়ে থাকে
No comments:
Post a Comment