নবকুমার শীল
কঙ্কালের ধূসর শরীর পান্ডুলিপি
খড়খড়ির ফাঁকদিয়ে আলো এসে মৌমিতার মুখের ওপর ডিজাইন বানাচ্ছে ।
খড়খড়ি নয় , আলোটা আসছে ঘুলঘুলির ফাঁক দিয়ে ।
দেওয়ালের একটা শূন্য হুকে ঝুলিয়ে দিলাম পদ্মিনী মাসির বগলকাটা ব্লাউজ ।
একবাটি হাড়িয়ার মধ্যেই যেন জীবনের সমস্ত সুখ ।
শূন্য চক্ষুকোটরের অসীম শূন্যতায় দু -একটা বাবলাপাতা খসে পড়ছিল ।
একটা দুটো প্রজাপতি ও উড়ছিল ।
যেই চোখ বুজে কোনও কোকিলের দিকে ফেরালাম কান ,
শোষণ , ফিউডালিজম , সংগ্রামী চেতনা
এই সব কোন শব্দ খোঁড়াতে খোঁড়াতে এসেছে ওমনি বলেছি যা ভাগ ।
দেওয়ালে নকল যামিনী রায় ! আলোটা মরা আলো ।
No comments:
Post a Comment