Friday, 18 June 2021

কবিতায়~সুবীর ঘোষ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||











আত্মপ্ররোচনা  সুবীর ঘোষ

   

কিছু কী ফেলে যাচ্ছি ! কিছু কী ভুলে যাচ্ছি বেড়াতে বেরিয়ে পাখিটার ফেলে যাওয়া পালকের মোহে ? ভিতরে অদৃশ্য তাড়া -- অতিথিরা বসে আছে সন্ধ্যাকে কর্ষণে মুড়ে দেবে বলে । এমন অদৃশ্য হাতে আমার থাক্ না কিছু সান্দ্র উপহার । তেঁতুলপাতারা দোলে যূথবদ্ধ ফলের সোহাগে । তার থেকে আরো কিছু বেশি বেশি আশা থাকে মলয়সম্ভবা বাণী দক্ষিণের কাছে । অল্প এসো  গল্পে কৌতুকে এবং অবশ্য নিও সুরভরা সুরার সোরাহি । অশ্ব যায় অপরাহ্ণে অপহৃত প্রান্তরের খোঁজে । অস্ফুট বুটজুতোর শব্দে বর্ষা দূরে যায় । আত্মপ্ররোচনা আমি বশ্যতার ধারা বলে ভাবি ।

নদীতীরে ফেলে আসা ঘাসের চুপড়ি খুঁজে দেখ দেখি শৈশবের ফড়িং লুকিয়ে আছে কী না !


1 comment: