অসীম মালিক
যদি তা না হয়
একবার বিজ্ঞানের চোখে তাকাও।
একবার সৌভ্রাতৃত্বের চোখে।
দূশ্যের দরজা ঠেলে অন্দরমহলে ঢুকে
একবার পাখির চোখে প্রত্যক্ষ করে দেখ -
শব্দের মাধুর্যতা, গন্ধের অভিমুখ,
লালারসে নিমজ্জিত চাঁদ
স্পর্শের আকাশে উদিত হল কিনা !
যদি তা না হয়
আমার হাত থেকে তোমার হাতটা সরিয়ে নিও।
একবার নদীর চোখে,
একবার পাখির চোখে তাকিয়ে দেখ
ভালবাসা বিজ্ঞানের কথাই বলে।
একবার বিজ্ঞানের চোখে তাকাও।
একবার সৌভ্রাতৃত্বের চোখে।
দূশ্যের দরজা ঠেলে অন্দরমহলে ঢুকে
একবার পাখির চোখে প্রত্যক্ষ করে দেখ -
শব্দের মাধুর্যতা, গন্ধের অভিমুখ,
লালারসে নিমজ্জিত চাঁদ
স্পর্শের আকাশে উদিত হল কিনা !
যদি তা না হয়
আমার হাত থেকে তোমার হাতটা সরিয়ে নিও।
একবার নদীর চোখে,
একবার পাখির চোখে তাকিয়ে দেখ
ভালবাসা বিজ্ঞানের কথাই বলে।
daruuun
ReplyDelete