পল্লববরন পাল
লং রেস্
মনকেমনের থালার ওপর দীর্ঘশ্বাসের ফুটকড়াই
সব মিলিয়ে প্রাতরাশটা জম্পেশ
জানলা গ্রিলে বিলিকছিলিক করছে দুটি কাঠচড়াই
মনকেমনের প্রাতরাশে দীর্ঘশ্বাসে বুক ভরাই
মনের থেকে তোমার শরীর অবগাহনসুখ সরাই
কারণ আমার প্রৌঢ় বুকের দম শেষ
দীর্ঘশ্বাসে কলজে ভ’রে মনে মনে শক্তরাই
আলটিমেটলি জিততে পারে লং রেস
গানের ওপারে
অচেনা গলিতে ঢুকে মনে হয়, যেন কতো পরিচিত
মাঝে মাঝে চেনা রাস্তাও যায় হারিয়ে
নিজেকে কি চিনি? ঘুম থেকে উঠে প্রশ্ন অতর্কিত
চেনা যন্ত্রণা চেনা আশংকা কখনো অপরিচিত
দামি দুঃখের ড্রইংরুমের সোফায় রয়েছি স্থিত
এই অসময়ে কে দিলো বাঁহাত বাড়িয়ে?
সন্ধ্যাবেলার আলোয় বাজছে রবীন্দ্রসংগীতও
তুমি কি গানের ওপারেই আছো দাঁড়িয়ে ?
পল্লব দা অসাধারণ
ReplyDeleteধন্যবাদ।
Deleteঅপূর্ব দুটি কবিতা পড়লাম। লং রেসের শেষ লাইনটা অনবদ্য। আর গানের ওপারে তো সর্বজনীন। কবির চিরায়ত সংশয়।
ReplyDeleteধন্যবাদ।
Deleteসুন্দর কবিতি দুটো।
ReplyDeleteপ্রথমটা ভীষণ বাস্তব। তবু মানতে কেমন কষ্ট হয়।
ঝন্যবাদ
ReplyDeleteভাব তো বটেই, ছন্দ আর অন্ত্যমিলও মনকাড়া। জম্পেশ/ দম শেষ/ লং রেস, কিংবা স্থিত আর রবীন্দ্রসঙ্গীতও— চমৎকার!
ReplyDeleteচমৎকার থাকুন - যাপনের ছন্দে ভাবে ও অন্ত্যমিলে -
Deleteদুটো লেখাই সুন্দর। প্রথম লেখায় ছন্দের উপর দখল মন ভরিয়ে দিল
ReplyDeleteধন্যবাদ। ছন্দসিক্ত থাকুন।
Deleteভালো লাগলো ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন আরো লিখুন
ReplyDeleteধন্যবাদ। ভালো থাকুন।
Deleteঅসম্ভব রকমের ভালো দুটি কবিতা। পাঠে সুখ। পাঠান্তে অনেক ভাবনার প্রাপ্তি।
ReplyDeleteপ্রিয় কবি ও বন্ধুর স্বীকৃতিতে আমার বুকছাতি ২৬ থেকে লাফ দিয়ে ৫৬
Deleteঅসম্ভব ভালো কবিতা পড়লাম, ,, খুব সুন্দর লেখা পল্লব দা
ReplyDeleteধন্যবাদ। ভালো থাকুন।
ReplyDelete