দিশা চট্টোপাধ্যায়
বাকল
মনে হয় ফিরে যাই
সেই মায়া সভ্যতার শ্বেতপথ ধরে,
আলতামিরার গুহাচিত্রে অথবা মহেঞ্জাদরোর মূর্তিতে....
এত কাহিনী এত ইতিহাস
ভুলবশতই যেন
ভুল হয়ে যাচ্ছে বারবার!
জানি না কোথায় কতবার পথ ভুলেছি...
যুগ পেরিয়ে সময় বদলেছে---
তবু শব্দের কারিগরিতে
তোমায় গড়তে পারলাম কই!
শ্যাওলার স্যাঁতসেঁতে জীবন খোলস ছেড়ে
সত্তি ফিরে যেতে চায় গুহার অভ্যন্তরে ।
পরিত্রাণ নিই অনন্তে অথবা
আদিম অন্ধকারে।
No comments:
Post a Comment